নগদ ইসলামিক অ্যাকাউন্ট এর অসুবিধা

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ও ভালো আছি।রিভিউ জোন বিডি তে আপনাকে স্বাগতম।পুরোনো বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ হয়েছে।আগে সবাই কারো কাছে টাকা পাঠাতে হলে ডাক ঘরে যেতে হত।তারপর সেই পিয়ন টাকা নিয়ে গন্তব্য স্থলে পোঁছে দিত।এভাবে লেগে যেত অনেক দিন।কিন্তু ডিজিটাল বাংলাদেশ হওয়ার পর থেকে বাংলাদেশের এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠাতে সময় লাগে মাত্র ১ মিনিট।আমরা অনেকেই মোবাইল ব্যবহার করি।

 

নগদ ইসলামিক অ্যাকাউন্ট এর অসুবিধা
                                                                                    নগদ ইসলামিক অ্যাকাউন্ট

 

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বাটন মোবাইল দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলবেন?তার সাথে দেখাবো কিভাবে নগদ অ্যাকাউন্ট এর টাকা দেখতে হয়?কিভাবে নগদ এ সেন্ট মানি করতে হয়?কিভাবে ক্যাশ আউট করতে হয়?কিভাবে নগদ দিয়ে মোবাইল রিচাজ করতে হয়?কিভাবে পিন নম্বর পরিবর্তন করতে হয়?চলুন শুরু করা যাক।আজকে আমি আপনাদের মাঝে নগদ নিয়ে আলোচনা করবো এবং সকল প্রশ্নের উত্তর দেবো। চলুন আগে জেনে নেওয়া যাক নগদ কি?

Table of Contents

নগদ কি?

নগদ হচ্ছে মোবাইল ব্যাংকিং।এটি বাংলাদেশ সরকারের অনুমদিত ডাক বিভাগের ডিজিটাল লেনদেন হলো নগদ

নগদ ইসলামিক অ্যাকাউন্ট কি?

নগদ ইসলামিক অ্যাকাউন্ট হলো সম্পুর্ণ ইসলামিক শরিয়ত মোতাদেক অ্যাকাউন্ট। নগদ ইসলামিক অ্যাকাউন্ট সম্পূর্ণ হালাল, সুদ মুক্ত । নগদ ইসলামিক অ্যাকাউন্ট এর ওপর গ্রাহকদের জমানো টাকার ওপর কোন সুদ ধার্য হয় না।নগদ ইসলামিক অ্যাকাউন্ট শরিয়াহ কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হয় যা গ্রাহকদের কাছে খুব সহজেই সুদ বিহীন টাকার জমানোর  সুবিধা করে দেয়। আপনাদের মাঝে যারা সুদ, মুনাফা না নিয়ে নগদে টাকা জমা রাখতে চান।তারা নগদ ইসলামিক অ্যাকাউন্ট করতে পারেন।

নগদ রেগুলার অ্যাকাউন্ট কি ?

নগদ রেগুলার অ্যাকাউন্ট হলো এমন একটি অ্যাকাউন্ট যেটা সকল মানুষ ব্যবহার করতে পারে। কিন্তু নগদ রেগুলার অ্যাকাউন্ট এ টাকা জমা রাখলে আপনার টাকার মুনাফা পাবেন। আর যদি আপনারা নগদ থেকে সুদ নিতে না চান। তাহলে আপনারা নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে পারেন।

নগদ একাউন্ট দেখার নিয়ম

নগদ অ্যাকাউন্ট খোলার আগে চেক করে দেখতে হবে যে ওই নাম্বার এ আগে কোন দিন নগদ অ্যাকাউন্ট খোলা হয়েছে কি না। যদি আগে অ্যাকাউন্ট খোলা থাকে ।তাহলে ওই নাম্বার দিয়ে আর অ্যাকাউন্ট খোলা যাবে না।নগদ অ্যাকাউন্ট খোলা আছে কিনা? দেখার জন্য প্রথমে ডায়াল করতে হবে *১৬৭#

যদি আপনার নগদ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলা থাকে।তাহলে আপনাকে বিকাশের মত সরাসরি হোম পেজে নিয়ে যাবে,আর যদি অ্যাকাউন্ট খোলা না থাকে। তাহলে লিখা আসবে Set 4-digit PIN।

নগদ ইসলামিক অ্যাকাউন্ট এর সুবিধা ?

 

নগদ ইসলামিক অ্যাকাউন্ট এর অসুবিধা
                                                                                                  নগদ ইসলামিক অ্যাকাউন্ট

 

নগদ ইসলামিক অ্যাকাউন্ট এর অনেক সুবিধা রয়েছে। আপনারা যদি দুনিয়ার বুকে হালাল ভাবে, সুদ মুক্ত টকা জমাতে চান। তাহলে নগদ ইসলামিক অ্যাকাউন্ট আপনার জন্য।নগদ ইসলামিক অ্যাকাউন্ট এ আপনারা সারা জীবন টাকা জমিয়ে রাখতে পারবেন। নগদ রেগুলার অ্যাকাউন্ট এ যেমন আপনারা সুদ পেয়ে যাবেন। কিন্তু নগদ ইসলামিক অ্যাকাউন্ট এ আপনারা হালাল ভাবে টাকা জমাতে পারবেন।

নগদ ইসলামিক অ্যাকাউন্ট এর অসুবিধা ?

নগদ ইসলামিক অ্যাকাউন্ট এর অসুবিধা

নগদ ইসলামিক অ্যাকাউন্ট এর অনেক সুবিধা রয়েছে। নগদ ইসলামিক অ্যাকাউন্ট এ কোন অসুবিধা নেই। নগদ ইসলামিক অ্যাকাউন্ট ব্যবহার এর ফলে আপনারা হালাল ভাবে জীবন যাপন করতে পারবেন। আপনারা যারা সুদ , মুনাফা নিতে চান তারা নগদ রেগুলার অ্যাকাউন্ট করতে পারেন।

কিভাবে বাটন মোবাইল দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলবো বা খুলবেন?

নগদ অ্যাকাউন্ট খুলতে হলে কিছু ধাপ রয়েছে। যেমনঃ

১। প্রথমে মোবাইলের ডায়াল অপশন এ যেতে হবে।

২।ডায়াল করতে হবে *১৬৭#

৩।দেখবেন লিখা এসেছে Set 4-digit PIN

৪।আপনি ৪ ডিজিটের পিন দিবেন।

৫।তারপর লিখা আসবে Confirm 4digit PIN

৬।আপনি আবার একই পিন দিবেন।

৭।what type od account Do you want? লিখা আসবে।আপনি যদি মুনাফা নিতে চান তাহলে regularএ ক্লিক করবেন।

আর যদি না নিতে চান তাহলে ইসলামিক এ ক্লিক করবেন।

৮।দেখবেন set Pin Successful লিখা এসেছে।তারপর আপনার ফোন একটি মেসেজ আসবে।

৯।দেখবেন লিখা থাকবে welcome to Nagad Family

১০।এই ১০টি ধাপের মাধ্যমে আপনার নগদ অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হবে।

কিভাবে নগদ অ্যাকাউন্ট দিয়ে মোবাইল রিচাজ করবেন?

নগদ দিয়ে মোবাইল রিচাজ করতে হলে কিছু ধাপ রয়েছে। যেমনঃ

১। প্রথমে মোবাইলের ডায়াল অপশন এ যেতে হবে।

২।ডায়াল করতে হবে *১৬৭#

৩।তারপর ৩ নাম্বারে লিখা আছে Mobile Recharge. আপনারা ৩ নাম্বারে ঢুকবেন।

৪।তারপর লিখা থাকবে Please Select Operator.আপনি যে সিমে রিচাজ করবেন ওইটা সিলেক্ট করবেন।

1.Teletalk

2.Airtel

3.Gp

4.Robi

৫। সিম সিলেক্ট করার পর লিখা আসবে select Account Type.আপনারা ১ম টা সিলেক্ট করবেন।

৬।তারপর টাকার পরিমান লিখতে হবে।টাকার পরিমান লিখার পর ওকে করবেন।

৭।তারপর অ্যাকাউন্ট এর পিন দিবেন।

৮। দেখবেন টাকা রিচাজ হয়েছে।

কিভাবে নগদ অ্যাকাউন্ট এর টাকা বা ব্যালেন্স দেখবেন?

নগদ অ্যাকাউন্ট এর টাকা বা ব্যালেন্স দেখতে হলে কিছু ধাপ রয়েছে। যেমনঃ

১। প্রথমে মোবাইলের ডায়াল অপশন এ যেতে হবে।

২।ডায়াল করতে হবে *১৬৭#

৩।তারপর .৭নাম্বারে লিখা আছে  my nagad. আপনারা 7 নাম্বারে ঢুকবেন।

৪। তারপর ১ নাম্বারে ঢুকবেন।

৫।তারপর আপনার পিন দিবেন।

৬।দেখবেন আপনার টাকার পরিমান দেখাচ্ছে।

কিভাবে নগদ দিয়ে সেন্ট মানি করবেন?

নগদ দিয়ে সেন্ট করতে হলে প্রথমে মোবাইলের ডায়াল অপশন এ যেতে হবে।ডায়াল করতে হবে *১৬৭# তারপর২ নাম্বারে যেতে হবে।তারপর যে নাম্বারে টাকা সেন্ট করবেন সেই নাম্বার টি দিবেন।তারপর টাকার পরিমাণ টি লিখবেন।তারপর পিন নম্বার দিবেন। দেখবেন টাকা সেন্ট হয়েছে।

নগদে ক্যাশ আউট চার্জ কত?

এখন আপনাদের অনে প্রশ্ন হতে পারে নগদ এ ক্যাশ আউট চার্জ কত? দুরচিন্তার কোন কারণ নেই। বাংলাদেশব মধ্যে নগদ এক মাত্র ব্যাংক যেখানে ক্যাশ আউট চার্জ হাজারে মাত্র ৯.৯৯ টাকা।

কিভাবে নগদ অ্যাকাউন্ট দিয়ে ক্যাশ আউট করবেন?

১।নগদ দিয়ে ক্যাশ আউট করতে হলে আপনাকে প্রথমে ডায়াল করতে হবে *১৬৭#

২।তারপর ১ নাম্বারে লিখা আছে Cash Out । আপনারা। ১ নাম্বারে ঢুকবেন।

৩। তারপর এজেন্ট এর নাম্বার দেবেন আর সেন্ট এ চাপ দেবেন।

৪।তারপর আপনি কত টাকা ক্যাশ আউট করতে চাচ্ছেন।তার পরিমাণ দেবেন।

৫।তারপর আপনার ৪ সংখ্যার পিন টি দেবেন।।

৬।দেখবেন মেসেজ আসবে ক্যাশ আউট সফল হয়েছে লিখা আসবে।

নগদ একাউন্ট দেখার নিয়ম কোড

নগদ অ্যাকাউন্ট দেখার জন্য আপনাকে আপনার ফোনের ডায়াল প্যাডে যেতে হবে।তারপর ডায়াল করতে হবে *১৬৭#

আপনার যদি নগদ অ্যাকাউন্ট খোলা থাকে ।তাহলে আপনি সরাসরি নগদ এর মেইন পেজে নিয়ে যাবে।আর যদি আপনার নগদ অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে Set 4-digit PIN এই লিখা দেখতে পেয়ে যাবেন।

স্মার্ট ফোনে কিভাবে নগদ অ্যাপ ইন্সটল করবেন?

নগদ অ্যাপ  ইন্সটল করার জন্য আপনাকে প্রথমে আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে সার্চ দিয়ে হবে নগদ লিখে।দেখবেন প্রথমে একটি অ্যাপ এসেছে।ওই অ্যাপ টা ইন্সটল দেবেন।

নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম

বর্তমান সময় এ স্কুল , কলেজের উপবৃত্তির টাকা আসতেছে নগদ এ।আজকে আমি আপনাদের দেখাবো কিভাবেনগদে উপবৃত্তির টাকা দেখার নিয়মঃ

১। প্রথমে মোবাইলের ডায়াল অপশন এ যেতে হবে।

২।ডায়াল করতে হবে *১৬৭#

৩।তারপর  ৭নাম্বারে লিখা আছে  My Nagad. আপনারা 7 নাম্বারে ঢুকবেন।

৪। তারপর ১ নাম্বারে ঢুকবেন।

৫।তারপর আপনার পিন দিবেন।

৬।দেখবেন আপনার টাকার পরিমান দেখাচ্ছে।

আপনারা যেভাবে নগদ এর টাকা দেখেন।ঠিক সেই ভাবে নগদে উপবৃত্তির টাকা দেখতে হয়।

নগদে সর্বনিম্ন কত টাকা সেন্ড মানি করা যায়?

নগদ সর্বনিম্ন কত টাকা সেন্ড মানি করা যায়।এই প্রশ্নটা আমাদের সবার মনের মধ্যে ঘোরে।আপনি নগদ এ কয়েক পয়সাও সেন্ট মানি করতে পারবেন।সেন্ড মানি করার ক্ষেত্রে কোন বাধা নেই।

নগদে সর্বনিম্ন কত টাকা ক্যাশ  আউট করা যায়?

আপনি নগদ এ সর্ব নিম্ন ৫০ টাকা ক্যাশ আউট করতে পারবেন।আর ১ দিনে ২০ হাজার টাকা লেনদেন করতে পারবেন।

বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফারঃ

আমাদের মাঝে অনেকেই ভেবে থাকি বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করা যায়।এটা আমাদের ভুল ধারণা।বিকাশ থেকে নগদ এ টাকা পাঠানো যায় না।নগদ একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান। তেমনি নগদ একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান।একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে অন্য মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান এ টাকা পাঠানো যায় না।তবে আপনারা ব্যাংক থেকে নগদএ টাকা ট্রান্সফার করতে পারবেন।

নগদ কাস্টমার কেয়ার নাম্বার

নগদ এর দুইটা কাস্টমার নাম্বার রয়েছে।

১।16167

২।096 096 16167

আপনাদের সমস্যার কথা জানাতে ইমেইল করতে পারেন এই ঠিকানায়ঃinfo@nagad.com.bd

নগদ কাস্টমার কেয়ার লোকেশনঃ

নগদ এর কাস্টমার কেয়ার সারা বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় রয়েছে।আপনারা সরাসরি তাদের কাস্টমার কেয়ার এ গিয়ে সার্ভিস নিতে পারেন।তাদের কাস্টমার কেয়ার এর লোকেশন পেতে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

নগদ একাউন্ট হালনাগাদ করার নিয়ম

নগদ অ্যাকাউন্ট হালনাগাদ ছাড়াও আপনি নগদ ব্যবহার করে লেনদেন করতে পারবেন।তবে অ্যাকাউন্ট হালনাগাদ করলে অ্যাকাউন্ট টা বেশি নিরাপদ হয়।নগদ অ্যাকাউন্ট হালনাগাদ করার জন্য আপনার একটি স্মার্ট ফোন দরকার হবে।নগদ অ্যাপ এ গিয়ে দেখতে পেয়ে যাবেন অ্যাকাউন্ট হালনাগাদ নামক অপশন। সেখানে আপনার এনআইডি কার্ড এর ছবি,আপনার সেলফি,ও একটি স্বাক্ষরের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট এর তথ্য হালনাগাদ হয়ে যাবে।

নগদ কতটা নিরাপদ?

আবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে নগদ এ টাকা রাখার পর যদি নগদ কম্পানি টাকা নিয়ে পালিয়ে যায়। তাহলে কি হবে? দুরচিন্তার কোন কারণ নেই।কারণ নগদ বাংলদেশ সরকারের অনুমোদিত ডাক বিভাগের ডিজিটাল লেনদেন।এটি একটি বাংলাদেশ সরকারের অনুমোদিত  কম্পানি। এখানে টাকা হারানোর কোন ভয় নাই।

বন্ধুরা আজকের মত এখানেই শেষ করছি। নতুন নতুন পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ

Leave a Comment