রেডমি নোট ১৪ প্রো প্রাইস ইন বাংলাদেশ

শাওমি রেডমি মোবাইল ব্যান্ড বাংলাদেশের মার্কেটে নতুন মোবাইল লঞ্চ করতে চলেছে। আগামী অক্টোবর মাসের শুরুর দিকে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হতে চলেছে শাওমি রেডমি নোট ১৪ প্রো। Xiaomi Redmi Note 14 Pro মোবাইলটিতে ৮ জিবি ও ১৬ জিবি রেম এর দুটি ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ হতে চলেছে। এছাড়া মোবাইলটিতে ৫৫০০ এম এ এইচ এর ব্যাটারি ব্যবহারের পাশাপাশি এন্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। আসুন এই (রেডমি নোট ১৪ প্রো প্রাইস ইন বাংলাদেশ) মোবাইলটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

রেডমি নোট ১৪ প্রো প্রাইস ইন বাংলাদেশ

xiaomi redmi 14 pro মোবাইলটি গত উনিশে সেপ্টেম্বর শাওমি রেডমি মোবাইল ব্র্যান্ড মার্কেট এ রিলিজের কথা জানিয়েছে।তবে আশা করা যাচ্ছে আগামী অক্টোবর মাসের শুরুর দিকে বাংলাদেশের মার্কেটে শাওমি রেডমি ১৪ প্রো মোবাইলটি পাওয়া যাবে। শাওমি রেডমি ব্যান্ড থেকে অফিশিয়ালি ভাবে মোবাইলটির দাম পাবলিশ এখনো হয়নি। তবে আশা করা যাচ্ছে মোবাইলটির দাম ২৫ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকার মধ্যে হতে পারে।

শাওমি রেডমি নোট ১৪ প্রো কেমন হবে বিস্তারিত জেনে নিন
শাওমি রেডমি নোট ১৪ প্রো কেমন হবে বিস্তারিত জেনে নিন

 শাওমি রেডমি নোট ১৪ প্রো এর রিলিজের তারিখ

শাওমি রেডমি মোবাইল ব্র্যান্ড গত ১৬ই সেপ্টেম্বর এই মডেলটি রিলিজ করেছে তবে বাংলাদেশের মার্কেটে এই মোবাইলটি আগামী মাসের বা অক্টোবর মাসের শুরুর দিকে পাওয়া যাবে। (রেডমি নোট ১৪ প্রো প্রাইস ইন বাংলাদেশ) তবে অফিশিয়ালি ভাবে রেডমি শাওমি মোবাইল ব্যান্ড কোন আপডেট জানায়নি।তার সাথে মোবাইলটির (রেডমি নোট ১৪ প্রো প্রাইস ইন বাংলাদেশ)  দাম কেমন হবে সেই আপডেটটিও জানায়নি।

শাওমি রেডমি নোট ১৪ প্রো এর স্পেসিফিকেশন ও ফিচার

শাওমি রেডমি নোট ১৪ প্রো মোবাইলটিতে ৬.৬৭ ইঞ্চির অ্যামুলেট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে । এই ডিসপ্লেতে ১২০HZ এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। এই ডিসপ্লেতে ২৫০০ নিট (peak) দেওয়া হয়েছে। (রেডমি নোট ১৪ প্রো প্রাইস ইন বাংলাদেশ) এই মোবাইলটির ডিসপ্লেতে ১২২০ x ২৭১২ পিক্সেল এর রেজুলেশন ব্যবহার করার পাশাপাশি অলওয়েজ অন ডিসপ্লে ফিচার রয়েছে।

শাওমি রেডমি নোট ১৪ প্রো মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে android ১৪। Qualcomm SM7635 Snapdragon 7s Gen 3 (4 nm) এর চিপসেট ব্যবহার করাই মোবাইলটি আরো শক্তিশালী হয়েছে। শাওমি রেডমি নোট ১৪ প্রো মোবাইলটি ফাইভ জি সাপোর্টেড। শাওমি রেডমি নোট ১৪ প্রো মোবাইলটিতে ন্যানো সিম, ই সিম, ওর ডুয়েল সিম সাপোর্ট করে।এই মোবাইলটিতে মেমোরি কার্ড ঢুকানোর স্লট নেই।

নিচে দেওয়া পোস্ট গুলা পড়তে পারেনঃ

টেকনো স্পার্ক ৩০ প্রো এর দাম সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনের রাজা

৫০০ টাকায় বাটন মোবাইল ২০২৪

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৪

Itel S24 স্পেসিফিকেশন, এর দাম ও পর্যালোচনা

১৬০০০ টাকার ওয়ান প্লাস । বেস্ট বাজেট মোবাইল 

12000 টাকার মধ্যে ভালো ফোন ২০২৪

মোবাইলটিতে ৮ জিবি ও ১৬ জিবি ram ব্যবহার করা হয়েছে আর ৫১২ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। যার ফলে আপনারা অনেক বেশি ফাইল রাখতে পারবেন। এই মোবাইলটির ওজন ১৯২ গ্রাম। মোবাইলটি অনেক পাতলা হওয়া সত্ত্বেও মোবাইলটি ওয়াটার প্রুফ। এই মোবাইলটা দেখতে চিকন হলেও মোবাইলটিতে বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে । শাওমি রেডমি নোট ১৪ প্রো মোবাইলটিতে ৫৫০০ এম এ এইচ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি চার্জিং এর জন্য ৬৭ ওয়াট এর ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে।

এছাড়াও ক্যামেরার কথা বলতে মোবাইলটির মেইন ক্যামেরা হিসেবে রয়েছে ৫০ মেগাপিক্সেল + 12 মেগাপিক্সেল+ দুই মেগাপিক্সেল এর ট্রিপল ক্যামেরা। শাওমি রেডমি নোট ১৪ প্রো মোবাইলটির মেইন ক্যামেরা দিয়ে ৪কে রেজুলেশনে ৩০ এফপিএস এ ভিডিও রেকর্ড করা সম্ভব। শাওমি রেডমি নোট ১৪ প্রো মোবাইলটির সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে ১৬ মেগাপিক্সেল এর এইচডি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে ১০৮০ পিক্সেল-এ ৩০/৬০ এফ পি এস এ ভিডিও রেকর্ডিং করা সম্ভব।

এছাড়াও শাওমি রেডমি নোট ১৪ প্রো মোবাইলটিতে কোয়ালিটি ফুল স্পিকার, ব্লুটুথ, জিপিএস, এন এফ সি, এফ এম রেডিও, ইউএসবি টাইপ সি ২.০ রয়েছে। এই মোবাইলটির সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক সহ সকল প্রকার সিকিউরিটি সিস্টেম রয়েছে। শাওমি রেডমি নোট ১৪ প্রো মোবাইলটি দুটি কালারের মার্কেটে লঞ্চ করা হবে। কালার দুটি হলো কালো এবং অন্য কালার। সেই কালারটির নাম নির্ধারণ করা হয়নি।

শাওমি রেডমি নোট ১৪ প্রো নিয়ে কিছু কথা

আপনাদের মধ্যে যারা কিছুদিনের মধ্যে মোবাইল কিনতে চাচ্ছেন।তারা কিছুদিন অপেক্ষা করুন।আপনারা চাইলে শাওমি রেডমি নোট ১৪ প্রো মোবাইলটা নিতে পারেন। শাওমি রেডমি নোট ১৪ প্রো মোবাইলটি সব দিক থেকে পারফেক্ট। আজকের পোস্টে আমি আপনাদের সাথে শাওমি রেডমি নোট ১৪ প্রো মোবাইলটির মেইন ফিচারগুলো তুলে ধরলাম। তবে আপনারা এই মোবাইলটির ফুল ডিটেলস পেতে গুগলে সার্চ করতে পারেন অথবা মোবাইলটির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে আসতে পারেন। আপনারা নির্দ্বিধায় মোবাইলটি নিতে পারেন। কারণ মোবাইলটিতে ভালো মানের প্রসেসর, ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আজকের আর্টিকেল এখানেই শেষ করছি।এমন শিক্ষনীয় আর্টিকেল পেতে আমাদের সাথে থাকুন।আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদের জানান।আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।

Leave a Comment