হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন ।বন্ধুরা অনেক সময় আমাদের মোবাইলটি হারিয়ে যায়। কিন্তু আমরা সেই হারানো মোবাইলটি আর খুঁজে বের করার চেষ্টা করি না । যার ফলে আমরা নানা সমস্যার সম্মুখীন হয়ে থাকি।
বন্ধুরা আমাদের মোবাইলে নানারকম ছবি, ভিডিও এর পাশাপাশি সকল দরকারি ডকুমেন্ট থাকে। যদি আমাদের মোবাইলটি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে সেই চোর আমাদের অনেক রকম ভাবে ক্ষতি করতে পারবে ।
আজকের আর্টিকেলে আমি আপনাদের দেখাবো কি কি করলে আপনার হারানো ফোন থেকে চোর আপনার ডাটা চুরি করতে পারবে না। আপনার কোন ক্ষতি করতে পারবে না । চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক-
বন্ধুরা একটা সময় মোবাইল ফোন হারিয়ে গেলে আমাদের শুধু সিমের নাম্বার গুলো হারিয়ে যেত। আমরা নতুন একটি সিম রিপ্লেস করে নিতাম। কিন্তু বর্তমান সময়ে আমাদের স্মার্ট মোবাইলে আমাদের নাম্বারের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড, ইমেইল পাসওয়ার্ড সহ ব্যাংক একাউন্টের পাসওয়ার্ড অ্যাড করা থাকে।
যার ফলে চোর খুব সহজেই আমাদের সোশ্যাল মিডিয়াতে লগইন করতে পারবে এবং আমাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবে । এছাড়াও আমাদের মোবাইলের থাকা আমাদের পার্সোনাল ছবি ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ারের মাধ্যমে আমাদের সমাজে হ্যারাসমেন্ট করবে।যার ফলে আমাদের মান-সম্মান চলে যাবে।
আবার বন্ধুরা একটু ভেবে দেখুন আমরা মোবাইল ব্যাংকের মাধ্যমে লেনদেন করে থাকি । যার ফলে আমাদের স্মার্ট মোবাইলে মোবাইল ব্যাংকিং ব্যাংকিং এ অনেক টাকা থাকে । যদি চোর আমাদের মোবাইলটা হাতে পাই সে ক্ষেত্রে তারা আমাদের নিঃস্ব করে সকল টাকা নিয়ে চলে যেতে পারবে।
এছাড়াও বন্ধুরা, চোর আমাদের মোবাইল আর মোবাইলে থাকা সিম দিয়ে যদি কোন বেআইনি কাজ করে থাকে । সে ক্ষেত্রে আমরা ফেঁসে যাব । কারণ আমাদের মোবাইলে থাকা সিম টি আমাদের ভোটার আইডি কার্ড দিয়ে নিবন্ধন করা। যার ফলে বাংলাদেশ সরকার প্রথমে এসে আমাদেরকে ধরবে ।এবং আমাদের বিনা দোষে জেল খাটতে হবে।
তাই বন্ধুরা, মোবাইলটি হারিয়ে যাওয়ার আগে আপনারা এই তিনটি সেটিং করে রাখুন। যার ফলে মোবাইলটি হারিয়ে গেলে আপনার মোবাইলে থাকা ডাটাটিচোর কোন ভাবেই নিতে পারবে না । যার ফলে আপনার ফোনের ডাটাটি সুরক্ষিত থাকবে।চলুন জেনে নি কি কি সেটিং অন করতে হবে।
১।কিভাবে মোবাইলের সিম ডিএকটিভ করতে হয়?
বন্ধুরা আপনার মোবাইলটি যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় ।সে ক্ষেত্রে প্রথম কাজ হবে আপনার মোবাইলে থাকা সিম টি লক করা বা ডিএক্টিভ করে ফেলা। এর জন্য আপনি আপনার বন্ধুর মোবাইল অথবা অন্য কারো মোবাইল নিয়ে আপনি যে সিম ব্যবহার করেন সে কোম্পানির সিমের অ্যাপে লগইন করবেন ।
লগইন করার সময় অবশ্যই আপনার বন্ধুর নাম্বার দিয়ে করবেন। তারপর সেখানে লিখা দেখতে পাবেন ডিএক্টিভ মাই লস্ট সিম । আপনারা সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার সেখানে আপনার হারিয়ে যাওয়া মোবাইল নাম্বারটি দেবেন। তারপর নিচে দেখতে পাবেন nid কার্ডের নাম্বার দেওয়ার অপশন রয়েছে ।
আর জন্ম তারিখ রয়েছে ।আপনি যে এনআইডি কার্ড দিয়ে সিমটি কিনেছেন সে এন আইডি কার্ডের নাম্বার আর জন্ম তারিখ দিয়ে দেবেন । তারপর দেখতে পারবেন আপনার সিমটি ডিএকটিভ করার অপশন চলে এসেছে। আপনি সাথে সাথে ডিএকটিভ করে ফেলবেন।
এছাড়া বন্ধুরা আপনারা সরাসরি সিমের কোম্পানির নাম্বারে কল দিয়েন সিম টি ডিএকটিভ করতে পারবেন এই ডিএকটিভ করার ফলে চোর আপনার মোবাইলে থাকা সিম টি দিয়ে কোন বেআইনি কাজ করতে পারবেনা । যার ফলে আপনার কোন ক্ষতি হবে না।এছাড়াও চোর আপনার মোবাইল ব্যাংকিং এর টাকা নিতে পারবে না তার ফলে আপনার টাকাটা সুরক্ষিত থাকবে।
২। সোশ্যাল মিডিয়া একাউন্টের নাম্বার পরিবর্তন করতে হবে?
হারিয়ে যাওয়া সিমটি দিয়ে যে সকল অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে সে সকল অ্যাকাউন্টের মোবাইল নাম্বার পরিবর্তন করতে হবে এবং নতুন নাম্বার অ্যাড করতে হবে । আমরা অনেক সময় ফেসবুক, ইউটিউব , জিমেল এ সকল সোশ্যাল মিডিয়াতে মোবাইলের নাম্বার দিয়ে একাউন্ট করে থাকি । সেই সকল অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে হবে।
যার ফলে আমাদের সোশ্যাল মিডিয়ার একাউন্টে নিরাপদে থাকবে। চোর কোনভাবেই আমাদের সোশ্যাল মিডিয়াতে লগইন করতে পারবে না । আর আমাদের হ্যারাসমেন্টও করতে পারবে না।আর যদি হারিয়ে যাওয়া নাম্বারে মোবাইল ব্যাংকিং করা থাকে । সেক্ষেত্রে মোবাইল ব্যাংকিং এর অফিসে কল দিয়ে হলেও মোবাইল ব্যাংকিং বন্ধ রাখতে হবে ।
৩। হারিয়ে যা মোবাইলটি রিসেট করতে হবে।
এই দুইটা ধাপ পার করার পর আপনাকে আপনার মোবাইলটি রিসেট করতে হবে । মোবাইলটি রিসেট করার জন্য আপনার মোবাইলে থাকা ইমেইল একাউন্টটি অন্য মোবাইলে লগইন করতে হবে। আরেকটা কথা মনে রাখবেন মোবাইলটি রিসেট এর আগে আপনার ইমেইলটি সেই মোবাইল থেকে লগ আউট করে দেবেন না।
মোবাইলটি রিসেট করার জন্য আপনার বন্ধুর মোবাইলে আপনার ইমেইলটি লগইন করতে হবে । লগইন করার শেষে আপনাকে গুগল ক্রোম বা প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে । সেই অ্যাপটির নাম হল ফাইন্ড মাই ডিভাইস। এছাড়াও আপনারা google com এর এটা সার্চ করতে পারবেন।
আপনারা গুগলে সার্চ করবেন ফাইন্ড মাই ডিভাইস দেখতে পেয়ে যাবেন । সবার প্রথমে একটি ওয়েবসাইট আসবে সেখানে প্রবেশ করবেন।ওয়েবসাইটে প্রবেশের পর সেখানে আপনার হারিয়ে যাওয়া মোবাইলে থাকা জিমেইলটি দিয়ে লগইন করবেন। লগইন করার পর দেখতে পাবেন সেখানে আপনার হারিয়ে যাওয়া ফোনটির নাম শো করবে।
আপনার হারিয়ে যাওয়া মোবাইলটি লোকেশন সেখানে শো করবে। লোকেশন শো করার পাশাপাশি আপনি সেখানে ফ্যাক্টরি রিসেট নামে একটি অপশন পেয়ে যাবেন । আপনারা যদি ফ্যাক্টরি রিসেট এ ক্লিক করেন । তাহলে আপনার মোবাইলটি রিসেট হয়ে যাবে। এবং আপনার মোবাইলে থাকা সকল কিছু ডিলিট হয়ে যাবে।
এভাবে আপনারা আপনার হারিয়ে যাওয়া মোবাইলের সকল ছবি ভিডিও সহ সকল গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ডিলিট করতে পারবেন। যার ফলে তোর আপনাদের ডকুমেন্ট কোনভাবেই নিতে পারবে না । এছাড়াও সেখানে আপনার হারিয়ে যাওয়া মোবাইলটির লোকেশন শো হবে ।
আপনারা সেই লোকেশন টা ধরেও মোবাইলটি উদ্ধার করতে পারবেন। এছাড়া সেখানে আপনি এমন একটা অপশন পেয়ে যাবেন। সেই অপশনের মাধ্যমে আপনি চোরকে মেসেজ দিয়ে জানিয়ে দিতে পারবেন। সেখানে আপনার মোবাইলে মেসেজ যাওয়ার অপশন রয়েছে ।
বন্ধুরা তিন নাম্বার ধাপটি করার জন্য আপনার হারিয়ে যাওয়া মোবাইলটি কে অবশ্যই ইন্টারনেট সংযোগের মধ্যে থাকতে হবে। যদি চোর আপনার মোবাইলটি তে ডাটা অন করে অথবা ওয়াইফাই অন করে সে ক্ষেত্রে আপনারা এটি করতে পারবেন।
বন্ধুরা সকল ধাপের পাশাপাশি আপনারা আপনার আশেপাশের থানায় যে একটি সাধারন ডাইরি বা জিডি করে আসতে পারেন । তাহলে আপনার মোবাইলটি খুব তাড়াতাড়ি খুজে পাওয়া সম্ভব।
বন্ধুরা আজকের আর্টিকেলটি এখানেই শেষ করছি এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের সাথেই থাকুন 12000 টাকার মধ্যে ভালো ফোন ২০২৪ জানতে এখানে ক্লিক করুন।