নোবেল জয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূসের বর্ণাঢ্য জীবনের গল্প । Dr Yunus Life Story

সাধারণ শিক্ষক থেকে অর্থনীতিবিদ, হলেন ক্ষুদ্র ঋণের প্রবক্তা। তার প্রশংসার দুনিয়া জুড়ে। জয় করলেন নোবেল। নামিদামি বিশ্ব নেতারা এখন তার ঘনিষ্ঠ বন্ধু। বিশ্ব বিখ্যাত সেই বাংলাদেশি হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবার ধরলেন বাংলাদেশের হাল। সাদাসিধে চালচলন ও সরল কথা, সহজেই তিনি কাছে টেনে নিতে পারেন সাধারণ মানুষকে। চলুন জেনে নেওয়া যাক নোবেল জয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডঃ মোঃ ইউনূসের জীবনের গল্প।

নোবেল জয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূসের বর্ণাঢ্য জীবনের গল্প । Dr Yunus Life Story
নোবেল জয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূসের বর্ণাঢ্য জীবনের গল্প । Dr Yunus Life Story

 

ড. মুহাম্মদ ইউনুস কে?

ড. মুহাম্মদ ইউনুস একজন বিখ্যাত বাংলাদেশী অর্থনীতিবিদ। যিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং ক্ষুদ্রঋণ (মাইক্রোক্রেডিট) ধারণার উদ্ভাবক হিসেবে পরিচিত। তিনি দারিদ্র্য ক্ষুদ্র ঋণ দিয়ে তাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।ড. ইউনুসের জন্ম ১৯৪০ সালে চট্টগ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের Vanderbilt University থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

১৯৭৬ সালে ড. ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। যার মূল উদ্দেশ্য ছিল দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদেরকে স্বল্প সুদের ঋণ প্রদান করা।যাতে তারা নিজেদের উদ্যোগে স্বাবলম্বী হতে পারে। এই ঋণ ব্যবস্থা দারিদ্র্যদের জীবনযাত্রার মান উন্নত করায় সারা বিশ্বে প্রশংসিত হয়।ড. মুহাম্মদ ইউনুস একজন সামাজিক উদ্যোক্তা হিসেবে সারা বিশ্বে আলোচিত। তিনি অর্থনীতিতে বিভিন্ন ধরনের বইও রচনা করেছেন, যা বিশ্বজুড়ে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক পরিবর্তনে প্রভাব ফেলেছে।

ড. মুহাম্মদ ইউনুস কত সালে নোবেল জয়ী হন? কিভাবে নোবেল জয় করেন?

বিশ্বের সবচেয়ে আকর্ষণ নোবেল পুরস্কার পেয়ে ডঃ মুহাম্মদ ইউনুস অন্যতম অর্জন করেছিলেন বাঙালি ও বাংলাদেশকে। ছিলেন শিক্ষকতা পেশাই। সেখান থেকে ব্যাংক প্রতিষ্ঠান। পরে ওই ব্যাংকের সাথে নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি। সুনাম কুড়াতে থাকেন বিশ্বব্যাপী। ঘোষিত হন বিশ্বের পাই দেড়শত পুরস্কার এ। ডঃ মোহাম্মদ ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন চট্টগ্রামের জোগড়া গ্রাম থেকে। ক্ষুদ্রঋণ প্রদানের মাধ্যমে পাল্টাতে থাকেন দরিদ্র মানুষের জীবনকে।এভাবেই ১৯৭৬ সালে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক। সামাজিক ব্যবসায়ের মাধ্যমে দারিদ্রতার বিরুদ্ধে লড়াই শুধু দেশ নয় ছড়িয়ে পরে গোটা বিশ্বে ।

তবে নিজ দেশেই গত দশকের বেশি সময় ধরে কোল ঠাসাই ছিলেন এই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। কর্তৃত্ব হারিয়ে ফেলেন নিজের তৈরি করার সেই গ্রামীণ ব্যাংকের। বিভিন্ন মামলায় আদালতে হাজিরা দিতে হয়েছে সেই নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কে। ছিলেন গ্রেপ্তারের আশঙ্কায়। এর আগে নোবেল পুরস্কার অর্জনের গত পাঁচ মাসের মাথায় ২০০৭ সালে সেনা সদস্য তত্ত্বাবধায়ক সরকারের রাজনৈতিক দল গঠনের কার্যক্রম শুরু করে পরে পিছু হেটেন তিনি।

শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে তিনি অনেক চেষ্টা করেছেন। তাকে নিয়ে চলেছে নানা রকম আলোচনা। এরপর ২০০৯ সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় এলে আশঙ্কায় পড়েন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। তবে কখনো সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা শোনা যায়নি নোবেল বিজয় এই ব্যক্তিকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থান এরপর আবারো আলোচনায় ভেসে আসেন ডক্টর মোহাম্মদ ইউনুস। শিক্ষার্থী সুশীল সমাজ ও রাজনৈতিক দলগুলোর সম্মতিতে বাংলাদেশের প্রথমবারের মতো সরকার প্রধান হতে যাচ্ছেন একজন নোবেল বিজয়ী।

শেষ কথাঃ ড. মুহাম্মদ ইউনুস

আশা করি আপনাদের মাঝে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোঃ ইউনুস এর সংক্ষিপ্ত জীবনের তুলে ধরতে পেরেছি। আপনারা যদি আমাদের থেকে ভালো জেনে থাকেন। সেক্ষেত্রে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন । এছাড়াও নতুন নতুন জানা-অজানা শিক্ষণীয় আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন । আপনারা যদি আর্টিকেল লিখে আমাদের সহযোগিতা করতে চান।সে ক্ষেত্রে আমাদেরকে ইমেইলের মাধ্যমে জানাতে পারেন। Email: zahidul92252281@gmail.com। Whatsapp: 01737212986

Leave a Comment