Tecno Spark 30 Pro রিভিউ: কি আছে এই নতুন ডিভাইসে?
২০২৪ সালের শেষের দিকে টেকনো ব্যান্ড বাংলাদেশের মার্কেটে লঞ্চ করতেছে Tecno Spark 30 Pro মডেলটি। ২৪ সেপ্টেম্বর টেকনো মোবাইল ব্যান্ড প্রথম এই মোবাইলটি মুখ খুলেছে। Tecno Spark 30 Pro মোবাইলটিতে এন্ড্রয়েড ১৪ ভার্সন ব্যবহারের পাশাপাশি ৬.৭৪ ইঞ্চির আমুলেট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। Tecno Spark 30 Pro মোবাইলটির ডিসপ্লে ১২০HZ এর refresh রেট ব্যবহার করা হয়েছে। যার ফলে মোবাইলটির স্কিন খুব দ্রুত ও স্মুথ চলবে। এই মোবাইলটিতে ১০৮ মেগাপিক্সেল সনি ক্যামেরা ব্যবহার করা হয়েছে পাশাপাশি ৮ জিবি রেম রয়েছে। আসুন এই মোবাইলটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
টেকনো স্পার্ক ৩০ প্রো এর রিলিজ তারিখ
টেকনো মোবাইল ব্যান্ড গত ২৩ সেপ্টেম্বর টেকনো স্পার্ক ৩০ প্রো মডেলটি মার্কেটে লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে।তবে আশা করা যায় অক্টোবর মাসের শুরুর দিকে টেকনো স্পার্ক ৩০ প্রো মডেলটি মার্কেটে পাওয়া যাবে।
নিচে দেওয়া পোস্ট গুলা পড়তে পারেনঃ
১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৪
Itel S24 স্পেসিফিকেশন, এর দাম ও পর্যালোচনা
১৬০০০ টাকার ওয়ান প্লাস । বেস্ট বাজেট মোবাইল
12000 টাকার মধ্যে ভালো ফোন ২০২৪
টেকনো স্পার্ক ৩০ প্রো এর দাম (Tecno POP 30 Pro Price in Bangladesh)
টেকনো স্পার্ক ৩০ প্রো মোবাইলটি দুইটি ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ করা হবে। একটি ভেরিয়েন্টে হলো ৮ জিবি রেম ও ১২৮ জিবি রম আরেকটি ভেরিয়েন্টে হলো ৮ জিবি রেম ও ২৫৬ জিবি রম । টেকনো স্পার্ক ৩০ প্রো মোবাইলটি একটি কালারের মার্কেটে লঞ্চ করা হবে।টেকনো ব্র্যান্ড অফিসিয়ালি এই মোবাইলটির দাম পাবলিশ করেনি । টেকনো ব্যান্ড অফিসিয়ালি ভাবে জানিয়ে দিয়েছে সেপ্টেম্বর মাসেই টেকনো স্পার্ক ৩০ প্রো মোবাইলটি মার্কেটে লঞ্চ করবে। আশা করা যাচ্ছে এই মোবাইলটি ১৬ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যেই হবে।
টেকনো স্পার্ক ৩০ প্রো এর স্পেসিফিকেশন ও ফিচার
টেকনো স্পার্ক ৩০ প্রো মোবাইলটিতে দেখা যাবে ৬ পয়েন্ট ৭৪ ইঞ্চির অ্যামোলেট ডিসপ্লে।যেখানে ১২০ ভার্স এর রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরমেন্সের জন্য এই মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে ৬এনএম এর মিডিয়াটেক হিলিও জি ১০০ প্রসেসর । ৮ জিবি র্যাম ও ৮ জিবি ভার্চুয়াল র্যাম থাকার ফলে মোবাইলটির স্পিড বেড়ে যাবে দ্বিগুণ। সিকিউরিটির জন্য মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। যার ফলে ইউজার ডিসপ্লেতে টাচ করার মাধ্যমে মোবাইলটি আনলক করতে পারবে। টেকনো স্পার্ক ৩০ প্রো মোবাইলটিতে দুইটি ভেরিয়েন্ট এর স্টোরেজ ব্যবহার করা হয়েছে। টেকনো স্পার্ক ৩০ প্রো তে ১২৮ জিবি স্টোরেজ ও ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে। মাইক্রো এস ডি কার্ডের মাধ্যমে মোবাইলটি স্টোরেজ আরো বাড়ানো সম্ভব।
টেকনো স্পার্ক ৩০ প্রো মোবাইলটির মেইন ক্যামেরা হিসেবে রয়েছে ১০৮ মেগাপিক্সেল এর ডুয়েল ক্যামেরা। ক্যামেরাটি দিয়ে ৩০ এ পি এস এ ১৪৪০ পিক্সেল রেজুলেশনে ভিডিও করা সম্ভব এছাড়াও সামনের ক্যামেরা হিসেবে রয়েছে ১৩ মেগাপিক্সেল এর ক্যামেরা।সামনের ক্যামেরা দিয়ে খুব সহজেই ফুল এইচডি তে ভিডিও রেকর্ডিং করা সম্ভব।টেকনো স্পার্ক ৩০ প্রো মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে ফোরজি ইন্টারনেট। যার ফলে মোবাইলের ইন্টারনেট স্পিড ভালো পাওয়া যাবে।
টেকনো স্পার্ক ৩০ প্রো মোবাইলটিতে পাওয়ার ব্যাকআপের জন্য পাঁচ হাজার এম এ এইচ ব্যাটারি দেওয়া হয়েছে।টেকনো স্পার্ক ৩০ প্রো মোবাইলটিতে ৩৩ ওয়াট এর ফাস্ট চার্জিং সিস্টেম দেওয়া হয়েছে। যার ফলে মোবাইলটি দিয়ে খুব দ্রুত চার্জ করা সম্ভব।এছাড়াও এই মোবাইলটিতে বুলুটুথ, জিপিএস,এন এফ সি,এফ এম রেডিও, usb সহ সকল সিস্টেম রয়েছে। টেকনো স্পার্ক ৩০ প্রো মোবাইলটির সাউন্ড অনেক ভালো। এ মোবাইলটি চায়নাতে তৈরি করা হয়েছে।
টেকনো স্পার্ক ৩০ প্রো এর খারাপ দিক
টেকনো স্পার্ক ৩০ প্রো মোবাইলটি 5g সাপোর্ট করে না। যার ফলে মোবাইলটি বর্তমান যুগের থেকে এক ধাপ পিছিয়ে রয়েছে। তবে মোবাইলটি ডিজাইন সুন্দর।তবে আরেকটি ইউনিক করা যেত। মোবাইলটিতে যদি সুপার এমুলেট ডিসপ্লে ব্যবহার করা যেত তাহলে আরো ভালো হতো। মোবাইলটিতে চার্জিং এর জন্য ৩৩ ওয়াট এর চার্জার না দিয়ে ৬৪ ওয়াট এর চার্জার দেওয়া হতো। সে ক্ষেত্রে আরো ভালো হতো।
টেকনো স্পার্ক ৩০ প্রো এর শেষ কথা
প্রিয় বন্ধুরা আপনারা যদি মোবাইল কেনার কথা ভাবছেন। তাহলে কিছুদিন অপেক্ষা করুন। কারণ কিছুদিনের মধ্যে টেকনো স্পার্ক ৩০ প্রো মোবাইলটি মার্কেটে লঞ্চ করা হবে। এই মোবাইলটির ফিচার অনুযায়ী মোবাইলটি অনেক ভালো হবে। আপনারা চাইলে মোবাইলটি নিতে পারেন। তবে বন্ধুরা মোবাইলটি নেওয়ার পূর্বে অবশ্যই মোবাইলটির অফিশিয়াল ওয়েব সাইটে গিয়ে মোবাইলটির সকল ফিচার জেনে নেবেন। আজকের আর্টিকেল এখানেই শেষ করছি। এমন শিক্ষনীয় আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। আপনার মনের কথা জানাতে কমেন্ট করুন।