আজকের পল্টি মুরগির দাম কত ২০২৪

আজকের পল্টি মুরগির দাম কত ২০২৪ – হ্যালো, বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের বাজারে পল্টি মুরগির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ধনী গরিব নির্বিশেষে পল্টি মুরগি কিনে থাকে। বাড়িতে কোন অতিথি আসলে আমরা পল্টি মুরগি রান্না করে আপ্যায়ন করে থাকি। বলতে গেলে আমাদের প্রতিদিনের খাবারের সাথে পল্টি মুরগির মাংস না থাকলে চলে না। তাই আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে শেয়ার করবঃ পোল্টি মুরগির দাম ২০২৪। পল্টি মুরগির দাম কত। পল্টি মুরগির বাচ্চার দাম কত পোল্টি মুরগির মাংসের উপকারিতা সহ সকল প্রশ্নের উত্তর দেব।

আজকের পল্টি মুরগির দাম কত ২০২৪
                                    আজকের পল্টি মুরগির দাম কত ২০২৪

পল্টি মুরগির দাম কত

বন্ধুরা পল্টি মুরগির অন্যান্য মুরগির মতোই তবে পল্টি মুরগি বিদেশি জাত যা কিছু বছর আগে বাংলাদেশে এসেছে। পল্টি মুরগির বৈশিষ্ট্য হলো খুব অল্প সময়ের মধ্যে বড় হয়ে যায়। এক থেকে দেড় মাসের মধ্যে পল্টি মুরগির খাওয়ার উপযোগী হয়।বর্তমান সময়ে বাংলাদেশে পল্টি মুরগির একটি জনপ্রিয় খাবার হয়ে দাঁড়িয়েছে। ধনী-গরীব নির্বিশেষে পল্টি মুরগি রান্না করে খেয়ে থাকে।অন্যান্য মুরগির তুলনায় পল্টি মুরগির দাম কম । বাংলাদেশের মানুষ ব্যাপক পরিমাণে পল্টি মুরগি কিনে থাকে। অনেকে পল্টি মুরগির দাম জানেন না তাই এই পোস্টটি করা হয়েছে।

নিচে দেওয়া পোস্ট গুলা পড়তে পারেনঃ

আজকের পল্টি মুরগির দাম কত ২০২৪

আজকে পল্টি মুরগির দাম ২০২৪ প্রতি কেজি ১৮০ টাকা থেকে ২২০ টাকা। বন্ধুরা বাংলাদেশে পোল্টি মুরগির জনপ্রিয় পিছনের মূল কারণ হলো পোল্টি মুরগির দাম কম। গরুর মাংস বা খাসির মাংসের তুলনায় পোল্টি মুরগির দাম সামান্য। বর্তমান সময়ে গরুর মাংস বা খাসির মাংসের দাম ৭০০ থেকে ১০০০ টাকা কেজি। সেখানেই এক কেজি পোল্টি মুরগির দাম ১৮০ টাকা থেকে ২২০ টাকা। এক কেজি গরুর মাংসের টাকা দিয়ে ৫ থেকে ৬ কেজি পোল্টির মুরগির কেনা সম্ভব। তাই ধনী গরিব নির্বিশেষে পল্টি মুরগি কিনে থাকে।

পল্টি মুরগির বাচ্চার দাম কত

পল্টি মুরগির খামারীরা পল্টি মুরগির কেনে লালন পালন করে মাংস উৎপাদন করে। অথবা পল্টি মুরগি বড় করে বিক্রি করে দেয়। আবার অনেকেই শখের বসে বাড়িতে পল্টি মুরগির লালন পালন করে। অনেকের মনে প্রশ্ন জাগে পল্টি মুরগির বাচ্চার দাম কত? নিচে পল্টি মুরগির বাচ্চার দাম দেওয়া হলঃ

  • একদিনের একটি পল্টি মুরগির বাচ্চার দাম ৬০ টাকা থেকে ৮০ টাকা
  • পাঁচ দিনের একটি পল্টি মুরগির বাচ্চার দাম ৮০ টাকা থেকে ১০০ টাকা
  • ১০ দিনের একটি পল্টি মুরগির বাচ্চার দাম ১০০ টাকা থেকে ১২০ টাকা

বন্ধুরা ওপরে পল্টি মুরগির বাচ্চার দাম দেওয়া হয়েছে।পল্টি মুরগির বাচ্চা কেনার পূর্বে আপনার নিকটস্থ বাজারে বা পল্টি মুরগির খামারে গিয়ে সঠিক দাম জেনে নেবেন। বাংলাদেশের প্রতিটা পণ্যর দাম বৃদ্ধি পেয়েছে তাই পল্টি মুরগির বাচ্চার দামও বৃদ্ধি পেতে পারে।

বর্তমানে পল্টি মুরগির দাম কত

বন্ধুরা বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন মার্কেটে বা বাজারে বিভিন্ন দামে পল্টি মুরগির বিক্রি হচ্ছে। প্রতিটা মুরগীর দাম বেড়ে যাওয়ায় পল্টি মুরগির দামও বেড়ে গিয়েছে। তবে বেশিরভাগ মার্কেটে এক কেজি পল্টি মুরগির দাম ১৮০ টাকা থেকে 220 টাকা বিক্রি হচ্ছে।আপনারা পোল্টি মুরগি কেনার পূর্বে আপনার নিকটস্থ বাজারে গিয়ে জেনে নেবেন এছাড়াও বন্ধুরা আপনারা বাড়িতেই পল্টি মুরগির খামার দিয়ে পল্টি মুরগির মাংস উৎপাদন করতে পারবেন এবং বাজারে পল্টি মুরগির বিক্রি করতে পারবেন।

পল্টি মুরগির কেজি কত

বাংলাদেশের বিভিন্ন মার্কেটে বিভিন্ন দামে পল্টি মুরগি বিক্রি হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক এক কেজি পল্টি মুরগির দাম কত? পাঁচ কেজি পল্টি মুরগির দাম কত? 10 কেজি পল্টি মুরগির দাম কত?

  1. এক কেজি পল্টি মুরগির দাম ১৮০ টাকা মাত্র
  2. পাঁচ কেজি পল্টি মুরগির দাম ৯০০ টাকা মাত্র
  3. দশ কেজি পল্টি মুরগির দাম ১৮০০ টাকা মাত্র

পল্টি মুরগির মাংসের উপকারিতা

চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক পল্টি মুরগির মাংসের উপকারিতা। অন্যান্য মাংসের মতই পল্টি মুরগির মাংস হয়ে থাকে। তবে এই মাংসের তেমন কোন বিশেষ উপকারিতা নেই। অন্যান্য মুরগির মাংসের মতো । আপনার যদি স্বাস্থ্য বাড়ানোর জন্য মাংস খেয়ে থাকেন সেক্ষেত্রে পোল্টি মুরগির মাংস খাওয়া থেকে বিরত থাকুন। কেননা পল্টি মুরগি খামারে লালন পালন করা হয়। যার ফলে খামারের শুধুমাত্র ফিড খাওয়ানো হয়। অন্যান্য মুরগি গম ধান ভুট্টা খেয়ে থাকে। আর পল্টি মুরগি শুধু ফিড খেয়ে থাকে। নিয়মিত পল্টি মুরগি খাওয়া থেকে বিরত থাকুন। নিয়মিত পল্টি মুরগি খাওয়ার ফলে অসুস্থ হয়ে যেতে পারেন।

পল্টি মুরগির বৈশিষ্ট্য

  • পল্টি মুরগি খুব দ্রুত বড় হয়।
  • এক থেকে দেড় মাসের মধ্যে পল্টি মুরগি খাওয়ার উপযোগী হয়।
  • পল্টি মুরগির দাম কম হাওয়াই বাংলাদেশে পল্টি মুরগির জনপ্রিয়তা অনেক।
  • বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ পল্টি মুরগির মাংস খেয়ে থাকে।
  • পল্টি মুরগির দাম কম হওয়া সত্বেও মাংসের স্বাদ ভালো।

পল্টি মুরগির মাংস খেলে কি হয়

বন্ধুরা আমরা পল্টি মুরগির মাংস খেয়ে থাকি। আর মনে মনে ভাবি পল্টি মুরগির  মাংস খেলে কি হয়।চলুন জেনে নেওয়া যাক পল্টি মুরগির মাংস খেলে কি হয়। অন্যান্য মুরগির মাংসের মত পল্টি মুরগির মাংস হয়ে থাকে। পল্টি মুরগির মাংস আলাদা কোন বৈশিষ্ট্য  থাকে না। যার ফলে অন্যান্য মানুষের মতো পল্টি মুরগির মাংসের স্বাদ হয়। আপনারা নিয়মিত খেতে পারেন।

পল্টি মুরগি পালনের পদ্ধতি

বর্তমানে বাংলাদেশে অনেক বেকার যুবক পল্টি মুরগির খামার দিয়ে উন্নতি করেছে। আপনি চাইলে পল্টি মুরগির খামার দিতে পারেন। পল্টি মুরগির খামারটি উচু স্থানে নির্মাণ করতে হবে। মাটি থেকে পাঁচ থেকে ছয় ফিট উপরে পল্টি মুরগির খামারের মাচা তৈরি করতে হবে। পল্টি মুরগির খামারে কারেন্টের লাল বাল্ব ব্যবহার করতে হবে। পল্টি মুরগির খামারটা এমন জায়গা তৈরি করতে হবে যেন জায়গাটি সবসময় গরম থাকে।এছাড়াও বন্ধুরা আপনারা বাড়িতে ছোট স্থান ঘিরে পল্টি মুরগির লালন পালন করতে পারেন।পল্টি মুরগির লালন পদ্ধতি জানতে youtube ফলো করতে পারেন।

পল্টি মুরগির ডিমের উপকারিতা

বন্ধুরা অন্যান্য মুরগির ডিমে যেমন ভিটামিন থাকে।তেমনি পল্টি মুরগির ডিমেও ভিটামিন রয়েছে। পোল্টি মুরগির ডিমের আলাদাভাবে কোন ভিটামিন নেই। তবে বাজারে দেশি মুরগির ডিমের তুলনায় পল্টি মুরগির ডিম কম দামে বিক্রি হয়। আর দেশি মুরগির ডিমের তুলনায় পল্টি মুরগির ডিমের ভিটামিন কম থাকে। আপনারা দেশি মুরগির ডিম বেশি খাওয়ার চেষ্টা করবেন।

শেষ কথা

বন্ধুরা বাংলাদেশের সকল পণ্যের দাম বেড়ে চলেছে। আবার কিছু পণ্যের দাম কমেছে। তাই পল্টি মুরগি কেনার পূর্বে আপনার আশেপাশের বাজারে গিয়ে খোঁজখবর নেবেন। কারণ পল্টি মুরগির দাম বাড়তেও পারে আবার কমতেও পারে। সে ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট কোন দায়ভার নেবে না। আজকের মধ্যে এখানেই শেষ করছি এমন শিক্ষানীয় পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ

 

 

 

Leave a Comment